ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপে ফিরছে করোনার দ্বিতীয় ঢেউ

প্রকাশিত: ২২:৪৭, ২৬ জুন ২০২০

ইউরোপে ফিরছে করোনার দ্বিতীয় ঢেউ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা ভাইরাসমুক্ত হিসেবে বিশ্ববাসীর কাছে বিস্ময় সৃষ্টিকারী দেশ ভিয়েতনাম। তারপরও দেশটির সীমান্ত উন্মুক্ত হচ্ছে না শীঘ্রই। এমনকি পর্যটকদের জন্য দ্বার খুলছে না এখনই। এশিয়ার অপর দেশ ভারতে একদিনেই প্রায় ১৭ হাজার রোগী শনাক্ত হয়েছে। আর সৌদিতে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা ৩১২৩। অন্যদিকে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ ফিরছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে হুঁশিয়ারি উচ্চারণ করে সম্পাদকীয় ছাপিয়েছে। ফ্রান্সে তিন মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে আইফেল টাওয়ার। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড করেছে। সেখানে নতুন করে ৩৯ হাজার আক্রান্ত হয়েছেন। করোনার নতুন হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে ৪০ হাজার সংক্রমিত হয়েছে। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, রয়টার্স, আলজাজিরা, ভার্জ ও ওয়ার্ল্ডোমিটারের। দুনিয়াজুড়ে করোনাভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর মতে, আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারীতে বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৩১ হাজার ৯৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চার লাখ ৮৭ হাজার ৪৭৬ জন মারা গেছেন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৩২ হাজার ২১৩ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৩ হাজার ২৭১। মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮১ জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছয় হাজার ৮৮১। এর মধ্যে আট হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে। পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে না ভিয়েতনাম ॥ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফল হলেও ভিয়েতনামের দরজা এখনি বিদেশী পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নগুয়েন হুয়ান ফুক। বিদেশীদের জন্য সীমান্ত খুলে দিলে সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’ দেখা দিতে পারে আশঙ্কায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য আগের বিধিনিষেধই বহাল থাকছে। ভারতে একদিনেই প্রায় ১৭ হাজার শনাক্ত ॥ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬ হাজার ৯৯২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সরকারী হিসেবে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগী বিবেচনায় দেশটির অবস্থান এখন বিশ্বের মধ্যে চতুর্থ। ইউরোপে ফিরছে দ্বিতীয় ঢেউ ॥ করোনাও ওপর জার্মান ডয়েচে ভেলে ইউরোপের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন করেছে। তাতে তারা জানিয়েছে, করোনা প্রাদুর্ভাব কমায় জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হলেও কিছু কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে আবারও ছড়িয়ে পড়ছে সংক্রমণ। খুলল আইফেল টাওয়ার ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশিদিন বন্ধ থাকা আইফেল টাওয়ার ফের দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে ফ্রান্স। কঠোর স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থা রেখে বৃহস্পতিবার প্যারিসের ওই স্থাপত্য নিদর্শনটি খুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে শনাক্তের নতুন রেকর্ড ॥ যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বুধবার একদিনেই দেশটিতে নতুন করে ৩৮ হাজার ৬৭২ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও আরিজোনার মতো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় সাত অঙ্গরাজ্যে প্রাদুর্ভাব বেড়েছে। একদিনে ব্রাজিলে ৪০ হাজার আক্রান্ত ॥ যুক্তরাষ্ট্র আর ব্রাজিলকে যেন কিছুতেই ছাড়ছে না করোনা। নতুন করে একদিনে ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও পরের দিন ব্রাজিলে ৪০ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পরপর দুদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল। একদিনে মারা গেছেন ১ হাজার ১০৩ জন। সৌদিতে আরও ৪১ মৃত্যু ॥ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১২৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৭ হাজার ২৬৭ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮৭ জন।
×