ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সত্য প্রসাদ মজুমদার বুয়েটের নতুন ভিসি,মাকসুদ কামাল ঢাবির প্রোভিসি

প্রকাশিত: ২২:৪৪, ২৬ জুন ২০২০

সত্য প্রসাদ মজুমদার বুয়েটের নতুন ভিসি,মাকসুদ কামাল ঢাবির প্রোভিসি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পেল যথাক্রমে নতুন উপাচার্য ও নতুন উপ-উপাচার্য। বুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঢাবির আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও শিক্ষক সমিতির টানা চার বারের নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রতিষ্ঠানটির প্রোভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি এ দুই অধ্যাপককে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন জানিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। দুজনই স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। এ নিয়োগকে সাধুবাদ জানিয়ে বৃহস্পতিবারই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৬ সালের ২২ জুন বুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে চার বছরের জন্য বুয়েটের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছিল। উপাচার্য হিসেবে এই অধ্যাপকের মেয়াদ শেষ হওয়ায় এখন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে নিয়োগ দেয়া হলো। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এর আগে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দায়িত্ব পালন করেছেন। পরিচালকের পদে মেয়াদ শেষ হলেও তখন শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এ শিক্ষককে আবার সেই পদে নিয়োগের পক্ষেও অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। জনপ্রিয় এ শিক্ষককে এবার উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় তাই খুশি শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও শিক্ষক সমিতির টানা চার বারের নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রতিষ্ঠানটির প্রোভিসি হিসেবে নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করেছে সরকার। ঢাবি শিক্ষক সমিতির বর্তমান এ সভাপতি একই সঙ্গে টানা তিন দফায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরও সভাপতি। অধ্যাপক ড. মাকসুদ কামালের জন্ম লক্ষ্মীপুর জেলায়। তাঁর ভাই এ কে এম শাহাজাহান কামাল এমপিই সরকারের গত মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মাকসুদ কামাল শিক্ষা জীবনের সকল স্তরে প্রথম বিভাগ/শ্রেণী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে তিনি অনার্স ও মাস্টার্স করেন। নেদারল্যান্ডসের ‘Twente University’র মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ITC থেকে Applied Engineering Geology বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং জাপানের Tokyo Institute of Technology থেকে KEarthquake Engineering বিষয়ে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। দেশী-বিদেশী peer-reviewed/impact factor journal-এ তাঁর পঞ্চাশোর্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ এবং জাতীয় পর্যায়ে সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থায় তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অসংখ্য নীতি-নির্ধারণী রিপোর্ট প্রকাশিত হয়েছে। দেশী-বিদেশী একাধিক জার্নালে Editorial বোর্ডের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ছয় বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টারের রিসার্চ ফেলো ও গবেষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি অধ্যাপক পদে নিয়োগ প্রাপ্ত হন। ২০১২ সালে তিনি আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০১৭ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্বরত আছেন। তিনি মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেট সদস্য হিসেবেও বর্তমানে দায়িত্বরত আছেন। আরও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ॥ দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। ঢাকার উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’ নামে এ বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে অনুমোদনের চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। অধ্যাপক রফিকুল ইসলাম বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন। নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টিতে।
×