ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ১৯:৫২, ২৫ জুন ২০২০

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরো জানানো হয় ১৬ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের সাংগঠনিক কার্যক্রম চালু করবে বিএনপি। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির প্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যসুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে। উল্লেখ্য, এর আগে প্রথম দফায় ২২ মার্চ বিএনপির পক্ষ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়। এর পর দ্বিতীয় দফায় তা ২৫ মে পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। সর্বশেষ চতুর্থ দফায় ২৫ জুনের প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। একই প্রেসবিজ্ঞপ্তিতে ১৬ জুলাই থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরুর কথা জানানো হয়।
×