ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর সরানো হলো বাউফলের রাস্তার ইট

প্রকাশিত: ১৯:১৩, ২৫ জুন ২০২০

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর সরানো হলো বাউফলের রাস্তার ইট

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ দৈনিক জনকণ্ঠের অনলাইনে আজ বৃহস্পতিবার ‘বাউফলে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে সেই নিম্নমানের ইটগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। জানাগেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া ব্রীজ থেকে বড়ডালিমা পর্যন্ত ২ দশমিক ১৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ নিম্নমানের ইট দিয়ে করা হচ্ছিল। স্থাণীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ করছে পল্লী স্টোর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছিল। সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় লোকজন নিম্নমানের ইটগুলো অপসারণের দাবি জানান। এরপর দৈনিক জনকণ্ঠের অনলাইনে একটি স্বচিত্র সংবাদ প্রকাশের পর কর্র্তপক্ষের নির্দেশে ইটগুলো সরিয়ে নেয়া হয়।
×