ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে এক খামারের ২০ লাখ টাকার গরু লুট

প্রকাশিত: ১৯:১২, ২৫ জুন ২০২০

শ্রীপুরে এক খামারের ২০ লাখ টাকার গরু লুট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে আজ বৃহষ্পতিবার এক ডেইরী ফার্মের নিরাপত্তা প্রহরী ও কর্মচারীদের বেঁধে ২০লাখ টাকা মূল্যের ১৪টি বিদেশী গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকার ময়না ডেইরী ফার্মে এ ঘটনা ঘটেছে। ময়না ডেইরী ফার্মের মালিক আব্দুল কাইয়ুম জানান, শ্রীপুর-সাতখামাইর সড়কের পার্শ্ববর্তী এ খামারে প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে একজন নিরাপত্তা প্রহরী ও দুইজন কর্মচারীকে রেখে তিনি বাড়ীতে চলে যান। বৃহষ্পতিবার ভোর রাতে ১৫/১৬জনের একটি দুর্বৃত্ত দল ট্রাক নিয়ে এ খামারে হানা দেয়। তারা মেইন গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী আব্দুস সাত্তার, কর্মচারী হেলাল উদ্দিন ও মহিদুল ইসলামকে জিম্মি করে। দুর্বৃত্তরা এসময় খামারের ওই তিন কর্মচারীর হাত, পা ও চোখ বাঁধে এবং মুখে কাপড় গুজে দিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে সেডের তালা খুলে বিদেশী উন্নতজাতের পাঁচটি ষাঁড় ও দু’টি বড় গাভীসহ মোট ১৪টি গরু ট্রাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর খামারের কর্মচারীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান জানান, ঘটনা পরপরই পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
×