ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে যুব সাংবাদিক ফেলোশীপ পেলেন ৫ সাংবাদিক

প্রকাশিত: ১৮:২৯, ২৫ জুন ২০২০

নীলফামারীতে যুব সাংবাদিক ফেলোশীপ পেলেন ৫ সাংবাদিক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর জন্য “ইউএসএস যুব সাংবাদিক ফেলোশীপ” পেলেন নীলফামারীর পাঁচ সাংবাদিক। আজ বৃহষ্পতিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)এর হলরুমে তাদের হাতে ক্রেস্ট ও সম্মানির অর্থ তুলে দেন বাংলাদেশ হিউম্যান রাইডস ডিফেন্ডারস ফোরাম বিএইচআরডিএফ-এর নীলফামারী জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক সরওয়ার মানিক এবং ফেলোশিপের তিন বিচারক সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহমুদুল হাসান আস্তাক ও ভূবন রায় নিখিল। এ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নির্মল রায় জানান,একশন এইডের একশন ফর ইমপ্যাক্ট কর্মসূচীর সহযোগিতায় ফেলোশিপ কর্মসূচীর আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস। ফেলোশিপ প্রাপ্ত সাংবাদিকরা হলেন, “করোনাকালীন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমানের পরিবর্তন” বিষয়ক রিপোর্টিংয়ের জন্য দৈনিক করতোয়ার মিল্লাদুর রহমান মামুন, “করোনাকালীন সময়ে সুইপার সম্প্রদায়ের জীবনযাত্রা” বিষয়ক রিপোর্টিংয়ের জন্য দৈনিক ইত্তেফাকের শীষ রহমান, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র চর্চায় যুব জনগোষ্ঠির ভূমিকা: তাৎপর্য়, চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ক রিপোর্টিংয়ের জন্য দৈনিক দেশ রূপান্তরের বিজয় চক্রবর্তী কাজল, “ রাজনৈতিক সংগঠনসমূহের সিদ্ধান্ত গ্রহন কাঠামোতে যুব প্রতিনিধিত্ব ও আগামীর নেতৃত্ব” বিষয়ক রিপোর্টিংয়ের জন্য রিনি সরকার ও “করোনাকালিন সময়ে তৃণমূল স্বাস্থ্য সেবা” বিষয়ক রিপোর্টিংয়ের জন্য ইনজামাম-উল-হক নির্ণয়।
×