ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রাণ বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মির্জা আজম এমপি

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ জুন ২০২০

ত্রাণ বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মির্জা আজম এমপি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ত্রাণ বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ত্রাণ সামগ্রী বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনার এই সংকটের মুহূর্তে সরকারি ত্রাণের বরাদ্দগুলো সঠিক ও সুষ্ঠভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করার নির্দেশ দেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলা ত্রাণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রমুখ। মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ জেলা পরিষদ সদস্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিযন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং বিভিন্ন ত্রাণ কমিটির আহবায়কবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
×