ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় কাঁঠালের বাস্পার ফলন

প্রকাশিত: ১৬:১৪, ২৫ জুন ২০২০

মাগুরায় কাঁঠালের বাস্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে মাগুরায় কাঁঠালের বাস্পার ফলন হয়েছে । তবে করোনাভাইরাসের কারণে ক্রেতা না থাকায় কাঁঠালের দাম নেই। ফলে কৃষকরা যথাযথ দাম পচ্ছেননা। জানাগেছে, আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে মাগুরায় কাঁঠালের বাস্পার ফলন হয়েছে । বাজারে ব্যাপকভাবে পাকা কাঁঠাল উঠেছে। করোনা ভাইরাসের কারণে কাঠালের দাম নেই। কৃষকরা ন্যার্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে বাজারে পাইকারী প্রতিশত কাঠাল প্রকার ভেদে এক হাজার টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। জেলায় এক হাজার হেক্টর জমিতে কাঁঠাল বাগান রয়েছে এবং বিভিন্ন বাড়িতে লক্ষাধিক কাঁঠাল গাছ রয়েছে । গাছে প্রচুর কাঁঠাল ধরেছে । কাঁঠাল চাষ লাভজনক হওয়ায় জেলায় কাঁঠাল বাগান জনপ্রিয় হয়ে উঠছে । জেলার উৎপন্ন কাঠাল বরিশাল , পিরোজপুর , ঝালকাঠি, পটুয়াখালী , খুলনা , বরিশাল , ঢাকায় চালান যায়। তবে করোনা ভাইরাসের কারনে এবছর দাম একেবারেই কম। গত বছর বড় যে কাঠালের দাম একশত টাকা দরে বিক্রি হয়েছিল সেই কাঠাল এবছর ৪০/৫০টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী দাম আরও কম । প্রতি পিচ কাঠাল গড়ে ২০/৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। করোনার কারণে পাইকার না আসায় হাটে বাজারে কম বিক্রি হচ্ছে। সীমাখালী কাঁঠাল হাটের ইজারাদার হাফিজার রহমান জানান , কাঁঠালের ফলন এবছর ভালো হলেও করোনা ভাইরাসের কারনে হাটে পাইকাররা কম আসায় কাঠাঁলের দাম অনেক কম । ক্রেতা নেই । তাই কাঁঠাল অবিক্রিত থাকছে ।
×