ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ ঘণ্টা পর ছাড়লো পর্তুগালমুখী বিশেষ ফ্লাইট

প্রকাশিত: ১১:৩৭, ২৫ জুন ২০২০

১৫ ঘণ্টা পর ছাড়লো পর্তুগালমুখী বিশেষ ফ্লাইট

বাংলাদেশ বিশেষ ফ্লাইট আয়োজন করলেও পর্তুগালের নতুন নিয়মের কারণে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দেশটি নতুন নিয়ম করায় অনুমতি না পেয়ে ফ্লাইট ছাড়তে পারেনি বিমান। দিনভর অপেক্ষায় ছিলেন যাত্রীরা। অবশেষে ১৫ ঘণ্টা পর রাত ২টা ৫ মিনিটে ২৩০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিশেষ ফ্লাইটি। বিমানের উপ মহা ব্যবস্থাপক (জন সংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত পর্তুগালের রেসিডেন্সকার্ডধারীদের জন্য বিশেষ ফ্লাইটের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি বুধবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য পর্তুগালের অনুমতির আবেদন করে বিমান। ১৪ জুন ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) নতুন আদেশ জারি করে, যে কোনও বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য তাদেরও অনুমতি নিতে হবে। নতুন নিয়ম বিষয়টি বিমানকে জানানো হয় বুধবার সকালে। ফলে নতুন নিয়মের কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমানের বিশেষ ফ্লাইট। এ সিদ্ধান্ত জানার পর বিমান ফের অনুমতির আবেদন করে। অনুমতি পাওয়ার পর ছেড়ে যায় ফ্লাইটটি।
×