ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ

প্রকাশিত: ০১:২৮, ২৫ জুন ২০২০

পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির এ্যাটর্নি জেনারেল। বুধবার এ আদেশ দিয়ে তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরব টাইমস অনলাইন ও ওয়েবসাইটের। কুয়েতের পাবলিক প্রসিকিউটরের সুপারিশে সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের ব্যাংক এ্যাকাউন্ট জব্দ করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পাপুলের প্রতিষ্ঠানের আর্থিক সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার। এর মধ্যে ৩০ লাখই হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন। মানবপাচার, অবৈধ ভিসা বিক্রি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠায় পাপুল ও তার প্রতিষ্ঠানের ব্যাংক এ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে। গত ৬ জুন কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারের পর আদালতে হাজির করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
×