ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইলে দুই কিমি সড়ক সংস্কারে অনিয়ম

প্রকাশিত: ০১:২৫, ২৫ জুন ২০২০

নান্দাইলে দুই কিমি সড়ক সংস্কারে অনিয়ম

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৪ জুন ॥ মাত্র দুই কিলোমিটার পাকা সড়ক। এ সড়কটি সংস্কার কাজে অনিয়মের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকবার কাজ বন্ধ করে দেন। আর এই অনিয়নের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছে। কিন্তু এতেও কোন কাজ হয়নি। কর্তৃপক্ষ বলছে কাজে কোন অনিয়ম হচ্ছে না। জানা গেছে, সড়কটির অবস্থান নান্দাইল উপজেলার জাহাঙ্গিরপুর ইউনিয়নে। আঞ্চলিক ওই সড়কটি ভট্টপুর বাজার থেকে সীডস্টোর বাজার পর্যন্ত সড়ক। দুই কিমি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এর সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিউডি)। ২০১৮ সালে ৭৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ওই বছরই কাজ সম্পন্নের শর্তে কার্যাদেশ পান মাহমুদুল হাসান সজীব নামে এক ঠিকাদার। অভিযোগ উঠেছে ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে। এর মধ্যে নানা অজুহাতে কয়েকবার কাজ বন্ধ রাখেন। দীর্ঘদিন এভাবে পড়ে থাকার পর গত সপ্তাহে আবারো সড়কের কাজ শুরু করা হয়। ১৫ জুন দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা স্থানীয় এলজিইডির সহকারী প্রকৌশলী রশিদুল হাসানসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ভট্টপুর বাজার থেকে সড়কের কার্পেটিং কাজ শুরু করা হয়। কিন্তু নিয়ম মেনে কাজ না করায় এলাকাবাসী কাজে বাধা দেন। তখন উপস্থিত সহঃপ্রকৌশলীসহ ঠিকাদার ভাল কাজের নিশ্চয়তা দিয়ে কাজ চালিয়ে যান। পর দিন এলাকাবাসী এসে দেখতে পান নতুন কার্পেটিং আপনাআপনি উঠে যাচ্ছে। তারা কাজ বন্ধ রাখতে বললে দুদিন কাজ বন্ধ রাখা হয়। এরপর ওই জায়গায় বাদ রেখে তেলিয়াপাড়া মসজিদ থেকে পুনরায় কার্পেটিং শুরু করা হয়। নিম্নমানের হওয়ায় সেখানেও বাধা দেয়া হয়। সরজমিনে সড়কে গিয়ে দেখা যায় উঁচুনিচু গর্তে ভরা সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সুরকি। ১২ ফুট প্রস্থের সড়কের দুইপাশে কোথাও ইটের সারি চোখে পড়েনি। কার্পেটিংয়ের পূর্বে বিটুমিন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ মুন্না মিয়া বাড়ির পাশে সড়কে করা কার্পেটিং পা দিয়ে তুলে বলেন, ‘দেহেন কেমুন কাজ অইতাছে’।
×