ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০১:২৩, ২৫ জুন ২০২০

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৪ জুন ॥ বুধবার সকালে ভৈরবের শ্রীনগর এলাকার ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা তৌফিক মিয়াকে ছুরিকাঘাত করে বখাটে রকি মিয়া (২২)। আহত তৌফিক মিয়াকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। এলাকাবাসী জানায়, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মোঃ তৌফিক মিয়ার মেয়েকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় যুবক রকি। বুধবার সকাল নয়টার দিকে স্কুল ছাত্রী বাড়ির টিউবওয়েলে পানি নিতে গেলে রকি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মেয়েটিকে বিভিন্ন রকমের অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গিতে উত্ত্যক্ত করে। এ সময় ভুক্তভোগী মেয়েটির বাবা মোঃ তৌফিক মিয়া ওই যুবককে জিজ্ঞেস করলে বখাটের সঙ্গে বাগ্বিত-া হয়। এক পর্যায়ে বখাটে রকি তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে মেয়ের বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতকে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব) আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবত গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। এছাড়াও তার বাবা-মা দু’জনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
×