ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্যহাতির ধাক্কায় ঘর চুরমার

প্রকাশিত: ০১:১৮, ২৫ জুন ২০২০

টেকনাফে বন্যহাতির ধাক্কায় ঘর চুরমার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বন্যহাতি আক্রমণ চালিয়ে এক ব্যক্তির বসতগৃহ ভেঙ্গে দিয়েছে। হাতির ধাক্কায় ভেঙ্গে চুরমার হয়ে পড়েছে মাটির দেয়ালের ঘরটি। তবে পরিবারের কেউ আক্রমণের শিকার হয়নি। বুধবার মধ্যরাতে বাহারছড়া মারিষবনিয়ার জাফর আলমের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় খাওয়াদাওয়া সেরে জাফর আলম ও পরিবারের সবাই রাতে ঘুমিয়ে পড়ে। বুধবার রাত ২টায় একটি বন্যহাতি এসে বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে মাটির দেয়াল ভেঙ্গে পড়ে। তবে কেউ আক্রমণের শিকার হয়নি। স্থানীয়রা বলেন, তিন বছর আগে উখিয়া টেকনাফ এলাকার পাহাড়ী অঞ্চলে রোহিঙ্গারা ঝুপড়ি তৈরি করতে গিয়ে নষ্ট করে ফেলেছে হাতির আবাসস্থল। গাছ ও জঙ্গল কেটে সাবাড় করেছে অর্ধশতাধিক পাহাড় ও টিলা। তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করেছে হাজার হাজার মণ কঁচি চারাগাছ। এতে হাতির খাদ্য ধ্বংস হয়ে যায়। ফলে বন্যহাতি খাবারের উদ্দেশে লোকালয়ে হামলে পড়ছে প্রতিনিয়ত।
×