ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যানেলের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০১:১৫, ২৫ জুন ২০২০

প্যানেলের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন ওই পদে নিয়োগের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার বেলা এগারোটায় শহরের চৌরঙ্গী মোড়ে চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদবঞ্চিত সকল মেধাবী ছাত্র-ছাত্রীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে শতাধিক পদবঞ্চিত চাকরি প্রত্যাশী অংশ নেন। এ সময় পদবঞ্চিতদের পক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, সাইফুল ইসলাম, চাঁন মিয়া, শাহিনুর ইসলাম ও অরুন পাল। বক্তারা অভিযোগ করেন, ১৬৫০ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের জন্য ২০১৮ সালের ২৩ জানুয়ারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক প্রিলিমিনারি পরীক্ষায় ২৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় ১০ হাজার ৩৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে লিখিত পরীক্ষায় ৫ হাজার ১১৪ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত উত্তীর্ণদের নিয়ে ১৮ ডিসেম্বর/২০১৯ থেকে ১৪ জানুয়ারি/২০২০ তারিখ পর্য়ন্ত ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা শেষে মাত্র তিন দিনের মাথায় সাপ্তাহিক ছুটির দিন ১৭ জানুয়ারি ১৬৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বক্তাদের অভিযোগ, উক্ত চূড়ান্ত তালিকা তৈরিতে যথাযথভাবে জেলা কোটা না মেনে কোন জেলায় কোটা বেশি এবং কোন জেলায় অনেক কম প্রার্থীকে উক্ত পদের জন্য চূড়ান্ত করা হয়। এরই প্রেক্ষিতে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি কয়েকজন পদবঞ্চিত উচ্চ আদালতে একটি রিট করেন। রিটের প্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট কৃষি সম্প্রসারণ অধিদফতরকে বেশ বিছু রুল জারি করে নিয়োগ কার্য়ক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদফতর রুলের কোন জবাব না দিয়ে সুপ্রীমকোর্টের আপীলেড ডিভিশনে আপীল করেন। সেই আপীলটি আপীল বিভাগ খারিজ করে দিয়ে হাইকোর্টের রুলের জবাব দিতে ও মামলা দ্রুত নি®পত্তির নির্দেশ দিলেও কৃষি সম্প্রসারণ অধিদফতর অদ্যবদি রুলের জবাব দেয়নি।
×