ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনজীবী পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ০১:০৫, ২৫ জুন ২০২০

আইনজীবী পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টসহ সব আদালতের নিয়মিত কার্যক্রম (কোর্ট) শুরুর দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সুপ্রীমকোর্টের আইনজীবীরা এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। এর আগে গত ২১ জুন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের ৬০ হাজার আইনজীবীর জীবন-জীবিকার স্বার্থে সুপ্রীমকোর্টসহ দেশের সব আদালতের নিয়মিত কোর্ট চালু করে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন আইনজীবী মেহেদী। সিরাজগঞ্জে নাসিমের জন্য দোয়া মাহফিল স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক গণমানুষের নেতা মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বুধবার বাদ আছর সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেরা আওয়ামী লীগের এ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
×