ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউপিতে দ্বাদশ বার্ষিক সিনেট সভা

প্রকাশিত: ০১:০০, ২৫ জুন ২০২০

বিইউপিতে দ্বাদশ বার্ষিক সিনেট সভা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দ্বাদশ বার্ষিক সিনেট সভা বুধবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বিইউপির বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মুহাম্মদ বেলাল, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট ১০৯ কোটি ১৮ লাখ টাকা ও ২০২০-২১ অর্থবছরের ১১২ কোটি ৮৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা উপাচার্যের ভাষণ ও ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় বিইউপির দ্বাদশ বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৯-জুন ২০২০) পেশ করা হয় যা সর্বসম্মতিক্রমে সিনেট সদস্যরা উক্ত প্রতিবেদনটি অনুমোদন করেন। দ্বাদশ সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালন করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুব সরওয়ার। সিনেট সভায় সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ সিনেটের অন্য সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যে সব সিনেট সদস্য সরাসরি সিনেট সভায় উপস্থিত হতে পারেননি তারা অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। Ñবিজ্ঞপ্তি।
×