ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০০:৫৬, ২৫ জুন ২০২০

নীলফামারীতে আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনার কারণে ছিল না কোন উৎসবের আয়োজন। ছিল না কোন আড়ম্বর আনুষ্ঠানিকতা। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী ও মুজিববর্ষ পালন করেছে নীলফামারী আওয়ামী লীগ। ‘দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে’ সেøাগানে দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারী সদর উপজেলা ও ১৫ ইউনিয়ন আওয়ামী লীগ অসহায় মানুষজনের মাঝে শাড়ি, লুঙ্গী, মাস্ক ও গাছের চারা বিতরণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সহায়তা প্রদান করা হয়। সেই সঙ্গে তিনটি পরিবারকে ভ্যানগাড়ি, শতাধিক গরিব শিক্ষার্থী ও চিকিৎসার জন্য রোগীদের মাঝে নগদ অর্থ দেয়া হয়। বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে হাসপাতাল সড়কের টিএন্ডটি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই হাজার মানুষের মাঝে বিতরণ করা হয় ওইসব উপকরণ। এর আগে সকাল থেকে প্রতিটি ইউনিয়নে একইভাবে দুই হাজার করে মানুষজনকে উক্ত উপকরণ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান শাহ্, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ স¤পাদক মাসুদ সরকার ও স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলের নেতারা জানিয়েছেন, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে সকল আওয়ামী লীগ নেতাকর্মী নিজেরা চাঁদা দিয়ে ৯ লাখ টাকার একটি তহবিল গঠন করে। ওই তহবিলের অর্থ দিয়ে মুজিববর্ষ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পু®পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিক লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা।
×