ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

সুশান্তের অপমৃত্যু এবং বলিউডে স্বজনপ্রীতি

প্রকাশিত: ০০:১৭, ২৫ জুন ২০২০

সুশান্তের অপমৃত্যু এবং বলিউডে স্বজনপ্রীতি

মারণঘাতী করোনাভাইরাসের ব্যাপক বিস্তারে যখন গোটা বিশ্ব তছনছ হয়ে আছে, অনিয়ন্ত্রিত এক ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে সবাই ঠিক তেমন অস্থির সময়ে বলিউডে চলছে, নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। সম্প্রতি মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাটি অনেক অব্যক্ত, অপ্রকাশিত, অনুক্ত মন্তব্য, প্রতিক্রিয়া ইত্যাদিকে সামনে নিয়ে এসেছে। আড়াল থেকে অনেক না বলা কথাকে সোচ্চার প্রতিবাদের ভাষা করে তুলেছে। বঞ্চিত, প্রত্যাখ্যাত, নির্যাতিত, অপসারিত অনেক অভিনেতা-অভিনেত্রী, চিত্র নির্মাতা, কলাকুশলী মুখ খুলছেন অকপটে তাদের বঞ্চনার কথা খুলে বলছেন, প্রভাবশালী ব্যক্তিদের পছন্দ-অপছন্দ খেয়াল-খুশির শিকার হয়ে অকালে অসময়ে শোবিজ থেকে বিদায় নেয়া তারকারা তাদের দুঃখ- বেদনা হতাশা ও ভাগ্য বিপর্যয়ের নানা বিবরণ তুলে ধরছেন মিডিয়ার সামনে। কেউ বা ফেসবুক পোস্টে তাদের জীবনে নেমে আসা বিপর্যয়ের গল্প তুলে ধরছেন। বলিউডে গডফাদার সেজে বসা প্রভাবশালী কিছু জনপ্রিয় তারকা অভিনেতা প্রযোজক-পরিচালককে দায়ী করা হচ্ছে সরাসরিভাবে। যারা নিজেদের স্বার্থকে বড় করে দেখতে গিয়ে বার বার হেলাফেলা করেছেন চলচ্চিত্র পরিবারের বাইরের সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা উঠতি সম্ভাবনাময় মেধাবী অনেক অভিনেতা-অভিনেত্রীকে। তাদের কাস্ট করেও পরবর্তীতে ছবি থেকে বাদ দিয়ে চরম অনিশ্চয়তা, হতাশা এবং গ্লানিময় জীবনের দিকে জোর করে ঠেলে দিতে তারা দ্বিধা করেননি। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত্রকেও তেমন তিক্ত অভিজ্ঞতা অর্জন করতে হয়েছিল। অনেক বড় বড় সিনেমা প্রজেক্টে কাজ করার সুযোগ পেলেও বলিউডের কিছু গডফাদার চিত্রতারকা ও চিত্র নির্মাতার খেয়াল-খুশির শিকার হয়ে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাকে। ক্রমাগত অবহেলার শিকার হতে হতে তার মনে জমেছিল হতাশার কালো মেঘ। যা তাকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করেছে শেষ পর্যন্ত। সুশান্তের বেদনাদায়ক পরিণতির পর বলিউডের অনেকেই মুখ খুলেছেন। তারা মিডিয়ার সামনে এবং ফেসবুক কিংবা টুইটার ইনস্টাগ্রামে বলিউডে নেপোটিজমের নামে আত্মীয় পোষণের বিস্তার এবং এর কুপ্রভাব নিয়ে কথা বলছেন। এভাবেই অভিযুক্ত হচ্ছেন বলিউডের অনেক ডাকসাইটে জাঁদরেল প্রভাবশালী তারকা। করোনা মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে ‘গাংগুবাই কোটেওয়ালি’ ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আলিয়া ভাট প্রথমবারের মতো বাহুবলিখ্যাত চিত্র নির্মাতা রাজমৌলির নতুন সিনেমা ‘আর আর আর’-এ অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হয়েছে। কিন্তু বর্তমান লকডাউন পরিস্থিতিতে এ ছবিরও কাজ থেমে আছে। করোনার প্রভাবে আলিয়ার ক্যারিয়ারও স্থবির হয়ে আছে বলিউডের অন্যান্য তারকার মতো। এদিকে বলিউডে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকই। চলচ্চিত্র পরিবার থেকে আসা ছেলেমেয়েরা তুলনামূলক ভাল সুযোগ পেয়ে আসছে বলিউডে, এর বাইরে সাধারণ অখ্যাত পরিবার পরিবেশ থেকে আসা শিল্পীরা যোগ্যতা থাকলেও যথাযথ প্রাপ্য সম্মান ও মর্যাদা পাচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু সেটা সবার সামনে নগ্নভাবে তুলে ধরেছে। একজন চলচ্চিত্র পরিবারের কন্যা হিসেবে আলিয়া ভাটকে বিশেষ সুবিধাভোগী তারকা হিসেবে চিহ্নিত করে ইনস্টাগ্রামে আনফলো করেছেন লাখ লাখ অনুসারী। তারা আলিয়াকে আগামীতে বয়কট করার ঘোষণাও দিয়েছে। যদিও সুশান্তের বেদনাদায়ক মৃত্যুতে দুঃখ ও সহানুভূতি প্রকাশ করে টুইটার ও ইনস্টাগ্রামে কমেন্টস পোস্ট করেছিলেন। কিন্তু তাতে সাধারণ দর্শকদের ক্ষোভ নিরসন হয়নি। একজন সুবিধাপ্রাপ্ত তারকা পরিবারের কন্যা হিসেবে আলিয়া ভাট সবার ক্ষোভ, নিন্দা, সমালোচনার টার্গেটে পরিণত হয়েছেন হালে। এ নিয়ে বাইরে কোন রকম মাতামাতি করলে কিংবা মিডিয়ার কাছে কিছু প্রকাশ করলে অভিনবকে প্রাণনাশসহ তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেন সালমানের পরিবার। সেই থেকে অভিনব কাশ্যপ যোগ্যতা থাকা সত্ত্বেও বলিউডের ছবি পরিচালনার কাজ পান না। পুরোপুরি বেকার হয়ে গেছেন সালমানের কূটচালে তার প্রতি অনুগত না হওয়ার কারণে এভাবে বলিউডে বিপদে পড়তে হয়েছে অনেককে। বলিউডে ভাল সুযোগ পেতে হলে এখানকার মুরব্বি, গডফাদার সেজে বসে থাকা প্রভাবশালী তারকা প্রযোজক পরিচালক অভিনয় শিল্পীদের মন যুগিয়ে চলতে হয়। তাদের বিরাগভাজন হলেই সর্বনাশ নেমে আসে ক্যারিয়ারে। এ অবস্থা আজকের নতুন কোন ব্যাপার নয়। অতীতেও তেমন গডফাদারদের দৌরাত্ম্য ছিল বলিউডে। দিনে দিনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বহু সংস্কার কার্যক্রম প্রশংসা পেয়েছে। কিন্তু গুটিকয়েক তারকার প্রভাব বলয়ে সীমাবদ্ধ রয়ে গেছে গোটা হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নেপোটিজমের কারণে কিছু অভিনেতা-অভিনেত্রী বার বার ভাল সুযোগ পেয়ে চলেছেন। তাদেরই ঘুরেফিরে দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় ব্যানারে সিনেমাতে। এ বিষয়টিও ইদানীং অনেককে বিক্ষুব্ধ করেছে। হালে আলিয়া ভাট তেমনি বিক্ষুব্ধ ভক্ত অনুরাগীদের ক্ষোভের শিকার হয়েছেন। প্রযোজক করণ জোহর আলিয়াকে ঘুরেফিরে তার সব আলোচিত বড় বাজেটের ছবিগুলোতে সুযোগ দিয়ে আসছেন। অথচ এ ক্ষেত্রে সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতারা তার কাছে উপেক্ষিত হয়েছেন। এখন এ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ায় সবাই প্রতিবাদী হয়েছেন। প্রতিবাদের প্রকাশ হিসেবে সম্প্রতি করণ জোহর, আলিয়া ভাটকে ইনস্টাগ্রাম, টুইটারে আনফলো করেছেন লাখ লাখ অনুসারী। তাদের বয়কট করার হুমকি দেয়া হয়েছে সালমান খান এতদিন বলিউডের ভাইজান, অনেকের ত্রাণকর্তা, দয়ালু মহানুভব একজন চিত্রতারকা হিসেবে চিহ্নিত হলেও হালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তাকে হঠাৎ করে নায়ক থেকে খলনায়কে পরিণত করেছে। কেউ কেউ বলছেন সালমানের ভাল মানুষের মুখোশ খুলে পড়েছে। তার আসল রূপটা যা এতদিনের সবার নজরে আসেনি তা সাম্প্রতিক তোলপাড় সৃষ্টির পর প্রকাশ পেয়েছে। নেপোটিজম, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা, হীন রুচির ধারক ইত্যাদি অভিযোগে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেক বিক্ষুব্ধ দর্শক।
×