ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

অপুর তীব্র নিন্দা

প্রকাশিত: ০০:১৬, ২৫ জুন ২০২০

অপুর তীব্র নিন্দা

অপু বিশ্বস। যার খবরে পাঠকের আগ্রহ সব সময়ের। তার শুভাকাক্সক্ষীরা মনে করেন, অপু তার ক্যারিয়ারের উত্তাল সময়ে যেমন জননন্দিত ছিল তেমনি স্থবির সময়েও। কাজ প্রিয় অপু বিশ^াস গত তিন মাস গৃহবন্দী। বাড়ির মধ্যে এ ঘর ও ঘর করে গৃহস্থালি কাজের ফন্দি খোঁজেন। এদিকে তার রাজপুত্র তাকে ক্ষণিক না দেখলেই মুশকিল! কেবল ঘুমানোর সময় ছাড়া সারাক্ষণ মায়ের সঙ্গে। মা-ছেলের দুষ্টু-মিষ্টি খুনসুটি কি যে মুধুর তা চোখে না দেখলে অনুভব করা যাবে না। দীর্ঘ সময়ের ঘরবন্দী জীবন কেমন কাটছে? অপু জানায়, এখনও ভালই কাটছে। এখন তো অবসর অনেক, সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ নিশ্চয়ই দেখছেন? হ্যাঁ, তাতো দেখছি। বর্তমান সময়ে ওয়েবে প্রকাশিত সিরিজ নিয়ে যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে এবং দেশের শিল্পাঙ্গন যে কারণে দুই ধারায় বিভক্ত হতে চলছে- এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, যে ওয়েব সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তার কয়েকটা এপিসোড আমি দেখেছি। নিম্ন মানের গল্প, অশোভন শব্দের ব্যবহার এবং সাহসিকতার নামে যে নোংড়ামি অবলীলায় দেখানো হয়েছে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে আমি পরিষ্কার ভাষায় বলতে, ‘আমি এসবের তীব্র নিন্দা জানাচ্ছি।’ যারা এই সিরিজে অভিনয় করে পরবর্তীতে তাদের অশ্লীল কর্মকা- ডিফেন কারার চেষ্টা করেছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যারা অভিনয়ের নামে নোংড়ামি দেখাতে চেষ্টা করছেন, তাদের অভিনয় জীবন খুব বেশি দূর এগোবে না। ভুলে যাবেন না- এটা বাংলাদেশ। এই বিষয়গুলো আমাদের সঙ্গে সাংঘর্ষিক। আমি তো চাই সরকার এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। কিন্তু আমরা তো দেখেছি দেশের বাইরের ওয়েব সিরিজগুলোতে বিছানার দৃশ্য থেকে যে কোন অন্তরঙ্গ বা খোলামেলা দৃশ্যে স্বাচ্ছন্দ্যে অভিনয় করছে, সময়ের নামী-দামী অনেক শিল্পীরা। দেশের অসংখ্য দর্শক উন্মুক্ত ইন্টারনেটের মাধ্যমে সেসব হরহামেশা দেখছে। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা আমাদের মূল্য বোধে, আমাদের সংস্কৃতিতে। ছোট একটা উদাহরণ দেই, কলকাতা আমাদের খুব কাছের শহর। সেখানে বেশির ভাগ মেয়েরা বাড়িতে হাফপ্যান্ট গেঞ্জি অনায়াসে পরতে পারে। মফস্বল এলাকায় একটি মেয়ে রাত দশটার পর বাড়ির বাইরে গিয়ে ফুচকা খেতে পারে। আর আমাদের এখানে আমি একজন সিনেমার নায়িকা হয়েও বাড়িতে প্যান্ট-গেঞ্জি পরতে পারি না। বাস্তবতাটা উপলব্ধি করতে হবে। আমাদের দেশের দর্শকরা সিনেমা-নাটকের শিল্পীদের ওই দৃষ্টিতে দেখে না। তবে, বর্তমান সময়ে আঠারো উর্ধ নামে যা দেখানোর প্রয়াস চলছে তাতে, আমি একজন চিত্র নায়িকা হিসেবে অসম্মান বোধ করছি।
×