ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরও স্থগিত

প্রকাশিত: ০০:০৭, ২৫ জুন ২০২০

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরও স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরও স্থগিত হয়ে গেছে। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সূচী ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে সেটি আর হচ্ছে না। অন্যান্য সিরিজের মতো এ টেস্ট সিরিজও স্থগিত করা হয়েছে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে বাংলাদেশের আগে দেশটিতে সূচী থাকা ভারতের সফরও কয়েকদিন আগে স্থগিত করা হয়েছে। প্রথমে তারা সফরে রাজি হলেও পড়ে তা স্থগিত করা হয়। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের চারটি সিরিজ স্থগিত হলো। এর আগে করোনার কারণে পাকিস্তানের মাটিতে একটি করে ওয়ানডে ও টেস্ট, আয়ারল্যান্ড সফর এবং নিউজিল্যান্ড সিরিজ স্থগিত করা হয়েছিল। এছাড়া একই কারণে টেস্ট খেলতে বাংলোদেশে আসার সূচী থাকা অস্ট্রেলিয়ার সফরও স্থগিত করা হয়েছে। এবার শ্রীলঙ্কায় গিয়েও বাংলাদেশের যে খেলার কথা ছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যে স্থগিত হবে, তা আগেই বোঝা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তাদের কথায় তাই বোঝা গেছে। দেশের সিনিয়র ক্রিকেটাররাও শ্রীলঙ্কা সফরে যেতে অপরাগতা দেখিয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন টেস্ট খেলার কথা। যেখানে দেশের ক্রিকেটাররা এখনও অনুশীলনই শুরু করতে পারেননি। সেখানে সিরিজটি হবে যে না তা আগেই বোঝা যাচ্ছিল।
×