ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিলেন উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল

টি২০’র ফেরিওয়ালার কণ্ঠে টেস্টের গুণকীর্তন!

প্রকাশিত: ০০:০৫, ২৫ জুন ২০২০

টি২০’র ফেরিওয়ালার কণ্ঠে টেস্টের গুণকীর্তন!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল। ক্রিকেটে যার আরেক নাম চার-ছক্কা। বল হাওয়ায় ভাসিয়ে ছক্কা হাঁকাতেই যিনি বেশি পছন্দ করেন। বিশ্বজুড়ে ধুন্ধুমার টি২০’র ফেরিওয়ালা। পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল, ক্রিকেট অনুরাগীদের কাছে বিধ্বংসী এক ব্যাটসম্যান। যার কাজ প্রতিপক্ষের বোলিং দুমড়ে মুচড়ে দেয়া। আর এই কাজে গেইল এতটাই পারদর্শী যে, আধুনিক টি২০’র বড় হটকেক তিনি। পরিসংখ্যানও সেই কথাই বলে। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে ২০ ওভারের সংস্করণে হাঁকিয়েছেন ২৪ সেঞ্চুরি। এর অর্ধেকও নেই আর কারও। সেই গেইল ক্রিকেটে জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান টেস্ট ফরমেটে। সম্প্রতি এক অনলাইন সাক্ষাতকারে এমনটা জানিয়েছেন জ্যামাইকান টর্নেডো। ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্লেয়ার্স ড্র্রাফট অনুষ্ঠিত হবে বুধবার। তার আগে নিজের নাম প্রত্যাহার করে চমক দেখিয়েছেন ৪০ বছর বয়সী সুপারস্টার। ‘টেস্ট ক্রিকেট হলো শেষ কথা। আপনি কীভাবে জীবনযাপন করবেন তা টেস্ট ক্রিকেট খেলে বুঝতে পারার সুযোগ পাবেন। কারণ পাঁচ দিন টেস্ট খেলাটা খুবই কঠিন এক কাজ। এখানে আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে আপনাকে নিশ্চিত করতে সব কাজ নিয়ম মেনে করার। বিরুদ্ধ পরিবেশে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটির শিক্ষাও আপনাকে দেবে এটি।’ শুধু জীবনই নয়, ক্রিকেট শেখার জন্য সবচেয়ে ভাল জায়গাও টেস্ট বলে মানেন গেইল। তার ভাষ্যে, ‘টেস্ট ক্রিকেট আপনার দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরীক্ষা দেয়ার সুযোগ দেবে। আপনাকে শুধু নিজেকে উজাড় করে দিতে হবে, যা করছেন তা উপভোগ করতে হবে।’ গেইল জানিয়েছেন টেস্ট ক্রিকেট কেবল খেলাই শেখাবে না। খেলার বাইরের অনেক কিছু দেখার চোখও খুলে দিবে ক্রিকেটের প্রাচীন এই ফরমেট, ‘খেলার বাইরের অনেক কিছু দেখার চোখও আপনাকে খুলে দেবে টেস্ট ক্রিকেট। কিছু যদি কাজ না করে, সব সময় মনে রাখবেন আরেকটি সুযোগ আপনি পাবেনই। তাই অনুরোধ করে বলছি ক্রিকেটার হলে কখনোই ভেঙে পড়বেন না।’ ইউনিভার্স বস গেইল টেস্ট ছেড়েছেন আরও ৬ বছর আগে, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর টি২০’র ফেরিওয়াল বনে যাওয়া ড্যাসিং উইলোবাজ ক্রিকেটের প্রাচীন এই ফরমেট টেস্টেও ছিলেন দারুণ। আর তাই নামের পাশে ১০৩ টেস্টের তকমা। ৪২ গড়ে করেন ৭ হাজারের বেশি রান। ৩৭ ফিফটির পাশাপাশি আছে ১৫ সেঞ্চুরিও। আর তার মধ্যে যে কোন ব্যাটসম্যানের পরম আরাধ্য ট্রিপল সেঞ্চুরিও আছে। তাও একটি নয় রীতিমতো দুইটি। খুব কম সংখ্যক ক্রিকেটারের আছে এমন কীর্তি। গেইল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ট্রিপল, ওয়ানডেতে ডাবল ও টি২০তে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তাই টেস্ট ক্রিকেটের জন্য আলাদা আবেগ থাকাটাই স্বাভাবিক। ওদিকে পরিবারকে সময় দেয়ার কথা বলে এবারের সিপিএলের ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন গেইল। আরও তিন মৌসুম জন্মস্থান জ্যামাইকা তালাওয়াশের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি তাকে রিটেইন করেনি। ফলে সেন্ট লুসিয়া জুকস তাকে লুফে নেয়।
×