ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড় হুমকি অনৈক্য

প্রকাশিত: ২৩:৫৭, ২৫ জুন ২০২০

বড় হুমকি অনৈক্য

করোনা মহামারীকালে বিশ্ব নেতৃত্বের সঙ্কট প্রকট হয়ে ধরা দিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান মন্তব্য করেছেন। সোমবার দুবাইয়ে ওয়ার্ল্ড গবর্নমেন্ট সামিটের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক এক ভার্চুয়াল ফোরামে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব মহামারীর চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে।’ গ্যাব্রিয়েসুস আরও বলেন, ‘এই পরিস্থিতিতে বিশ্বের এখন একান্ত প্রয়োজন ঐক্য ও সংহতি। - ওয়েবসাইট
×