ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় ভূমিকম্পে নিহত ৬

প্রকাশিত: ২৩:৫৪, ২৫ জুন ২০২০

মেক্সিকোয় ভূমিকম্পে নিহত ৬

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকের এ ভূমিকম্প কয়েকশত মাইল দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটির উপকেন্দ্র দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের প্রশান্ত মহাসাগর তীরবর্তী রিজোর্ট শহর লা ক্রুসেসিতায় বলে মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে। খবর ওয়েবসাইটের। হতাহতের ঘটনাগুলোও লা ক্রুসেসিতা ও এর আশপাশের এলাকাগুলোতে ঘটেছে। মেক্সিকোর পবর্তময় ওহাকা রাজ্যটি কফি, রসালো উদ্ভিদ মেসক্যাল ও স্পেনীয় ঔপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও প্রাণঘাতী পরাঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন লা ক্রুসেসিতার বাসিন্দাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। স্থানীয় একজন কর্মকর্তা জানান, শহরের প্রায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ৩০টি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে। বাড়িগুলোর দেয়ালে বড় বড় ফাটল তৈরি হয়েছে। বিমান বিধ্বস্তে নিহত ৬ ॥ মেক্সিকোর উত্তরাঞ্চলে পার্বত্য এলাকায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় রাজ্য প্রসিকিউটর দফতর জানায়, জরুরী উদ্ধারকর্মীরা মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের পার্বত্য এলাকা থেকে পাইলট ও পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করেছে। চিহুয়াহুয়া প্রসিকিউটর দফতরের এক বিবৃতিতে বলা হয়, রাজ্য তদন্ত সংস্থার কর্মকর্তারা বালেজা অঞ্চলে বিধ্বস্ত এ বিমানের সন্ধান পায়। তারা সেখানে পাইলট ও পাঁচ যাত্রীকে মৃতাবস্থায় দেখতে পায়। বিমানটি সোমবার কামারগো নগরী থেকে উড্ডয়ন করে এবং ৮শ’ কিলোমিটার দূরে সিনালোয়ার গুয়াসেভে পৌঁছানোর আগে এটি নিখোঁজ হয়।
×