ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগর কোড়াইয়া

ভূলুণ্ঠিত মানবিকতা

প্রকাশিত: ২৩:৪২, ২৫ জুন ২০২০

ভূলুণ্ঠিত মানবিকতা

করোনাভাইরাস সমগ্র পৃথিবীর উপর তীব্র চাবুক মারছে। আঘাতে ক্ষতবিক্ষত করছে মানুষের দেহ-মন-আত্মা। প্রতিমুহূর্তে মৃত্যু এসে কেড়ে নিয়ে যাচ্ছে কারও না কারও প্রাণ। ইতোমধ্যে ভেঙ্গে পড়েছে প্রতিটি দেশ ও বিশে^র অর্থনৈতিক মেরুদ-। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ^যুদ্ধের পর এ রকম ভয়াবহ পরিস্থিতি পৃথিবীকে আগে কখনও সামাল দিতে হয়নি। এটা এখন নিশ্চিতভাবে বলা যায় যে, বিশ^ যদি করোনা পরিস্থিতি সামাল দিতে পারেও কিন্তু এর পরবর্তী অর্থনৈতিক অবস্থা যা দাঁড়াবে তা সামাল দিতে পৃথিবীকে কড়া মাসুল গুনতে হবে। এক ক্ষুদ্র ভাইরাসের কাছে পরাজিত বিজ্ঞান ও বিজ্ঞানী। সবাই যার যার ঘরে বন্দী আজ। কোয়ারেন্টাইন, আইসোলেশন ও লকডাউনের মতো কঠিনতাকে আপন করে নিয়ে সবাই যেন স্বদেশে পরবাসীর মতো। জানি এক সময় এই ভাইরাসের ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার হবে কিন্তু করোনার যে তা-বলীলা এতদিন ধরে চলবে তাতে ক্ষতি যা হবার তা হয়ে যাবে। করোনায় মানুষের মনো-সামাজিক আচরণের পরিবর্তন হচ্ছে। স্বাভাবিক কোন পরিস্থিতে মানুষের মধ্যে যে মানবিকতাবোধ থাকে তা দুর্যোগ বা দুর্ঘটনায় আর থাকে না। একে অপরের মধ্যে বিশদ ফারাক সৃষ্টি হয়। বর্তমান করোনা পরিস্থিতে ঠিক তাই হচ্ছে। মানবিকতার পাশাপাশি প্রতিনিয়ত অমানবিকতার বহু নজির সৃষ্টি হচ্ছে সারা পৃথিবীতে। মানবিকতা ভূলুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশে করোনাক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। দিনে দিনে করোনায় অনেক দেশকে পেছনে ফেলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে করোনায় অনেক জ্ঞানী-গুণীজনকে হারিয়েছি। যা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। করোনাভাইরাস থেকে রক্ষায় সরকার যদিও নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছে; তথাপি কিছু মানবধর্ম-জ্ঞান বহির্ভূত মানুষরূপী সুবিধাবাদী লোকের জন্য মানবিকতা বিপর্যস্ত। চারদিকে তাকালে এই করোনাক্রান্তিলগ্নে মানবিকতার পাশাপাশি অমানবিকতার বহু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ হিসাবে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব জাগ্রত হওয়ার কথা তা না হয়ে পশুত্ব বাড়ছে। করোনায় সারা পৃথিবীতে খাদ্যাভাব থেকে শুরু করে নানাবিধ অভাব আজ ভয়াবহ। আর এই অভাবের সময়ে কিছু স্বার্থপর মানুষ স্বার্থের ঝোলাকে পূর্ণ করতে ব্যস্ত। মাত্রাতিরিক্ত মুনাফার্জনের আশায় কৃত্রিম দ্রব্য সঙ্কট থেকে শুরু করে পণ্যাদির উচ্চমূল্য নির্ধারণ আমানবিকতা ও দুর্নীতির চরম পর্যায়। এমনিতেই মানুষের অর্থাভাব; তার উপর স্বার্থপরপূর্ণ কর্মকা- যেন ‘মরার উপর খাড়ার ঘা’। পরিবারের নিঃস্ব-অসহায় মানুষগুলোর অবস্থা তো আরো করুণ! বিশেষভাবে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের প্রতি যথাযথ সেবাযতœ হচ্ছে কিনা তা প্রশ্নবিদ্ধ! অনেক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সঙ্গে করছে অমানবিক আচরণ। রোগীকে বিনাচিকিৎসায় ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দ্বার থেকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে
×