ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষে ৪ জন নিহত

প্রকাশিত: ২৩:০৬, ২৫ জুন ২০২০

ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ জুন ॥ ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার (পাগলু) মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারের চালকসহ ৪ জন নিহত ও শিশুসহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ কাদশুকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীর যাত্রীভর্তি একটি থ্রি হুইলার ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। ঘটনাস্থলে সোনাডাঙ্গা প্রাইমারি স্কুল পার হলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারের যাত্রী ধনতলা ইউনিয়নের সালডাঙ্গা গ্রামের বাসিন্দা গৃহবধূ নিহার বানু (২৭) ও নওগাঁ জেলার ঈশ্বরপুরের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৬০) মারা যান। এতে আহত ৪ জনকে প্রথমে বালিয়াডাঙ্গী হাসপাতাল নেয়া হয়। সেখানে উপজেলার শুকানী পুকুর পাড়ার মৃত ওহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম (৪২) মারা যায়। পরে এক শিশুসহ থ্রি হুইলারের চালক সহিদুল ইসলামকে (২৩) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।
×