ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যান্টিবডি

প্রকাশিত: ২৩:০৪, ২৫ জুন ২০২০

এ্যান্টিবডি

* কোন ভাইরাস আক্রমণের প্রতিরোধে এ্যান্টিবডি তৈরি হয়। * অসুস্থতার সময়েই তৈরি হয় আইজিএম (ওএগ), * অসুস্থতার পর প্রায় ১৫ দিনের মাথায় আসে আইজিজি (ওএএ)। * করোনার ক্ষেত্রে এসব এ্যান্টিবডি কিছুটা পরেই আসে। * আইএমই আসে ২/৩ সপ্তাহ পরে। আর আইজিজি তো আরও পরে। * এ্যান্টিবডি পরীক্ষার সুবিধা এটা যে, ব্যক্তি সংক্রমিত হলো সে এখন নিরাপদ কিনা। * বা যে গোপনে সংক্রমিত হলো সে এখন নিরাপদ কিনা। * বা জাতির কত ভাগ মানুষ সংক্রমিত হলো, তা অনুমান করা যায়। * করোনার ক্ষেত্রে হতাশা, এই তৈরি এ্যান্টিবডি নাকি ২-৩ মাসের বেশি স্থায়ী হচ্ছে না। * যদিও স্টাডিটা খুব ছোট নমুনা নিয়ে করা হয়েছে। * সুতরাং আমরাই রইলাম সামনের দিকে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×