ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আবেদ খানের অবস্থার অবনতি

প্রকাশিত: ২৩:০৩, ২৫ জুন ২০২০

সাংবাদিক আবেদ খানের অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জাগরণের সম্পাদক সাংবাদিক আবেদ খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। জানা গেছে, সপরিবারে করোনা আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে ভাল থাকলেও সোমবার (২২ জুন) থেকে তার অবস্থার কিছুটা অবনতি ঘটে। তবে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার থেকে জ্বরের সঙ্গে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগতে শুরু করেন আবেদ খান। এছাড়া করোনা সংক্রমণের প্রভাবে রক্তের তারল্য কমে যাওয়ায় হৃদযন্ত্রে স্বাভাবিক রক্ত সঞ্চালনও ব্যাহত হচ্ছে। তবে এখনও হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানেই তাকে আনুষঙ্গিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অক্সিজেন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি ঘণ্টায় পর্যায়ক্রমে নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন প্রয়োগ করা হচ্ছে। তাছাড়া হৃৎপি-ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও বিশেষ চিকিৎসা প্রদান নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ জুন) সাংবাদিক আবেদ খান ও তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার নিশ্চিত ফল পাওয়া যায়, যেখানে তারা সকলেই কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে। করোনার প্রাথমিক উপসর্গ নজরে এলেই তাৎক্ষণিকভাবে তার পুরো পরিবারের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।
×