ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ১৯:০০, ২৪ জুন ২০২০

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র। বুধবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়ক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ। নিহত যুবক ইমাম হোসেন টেকনাফের হ্নীলা রঙ্গীখালীর সুলতান আহমদের পুত্র। ওসি বলেন, বুধবার ভোর রাতে ইয়াবার বড় একটি চালান গাড়ী যোগে সরবরাহের আগাম তথ্য পেয়ে পুলিশ টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকায় অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এসময় একটি অটোরিক্সা আসছে দেখে পুলিশ সদস্যরা সেটি থামানোর চেষ্টা করে। ওই গাড়ী থেকে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উত্তেজিত জনতা অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয়।
×