ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ জুন ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

অনলাইন রিপোর্টার ॥ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিলের ওপর মতামতের জন্য আইন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে সুপারিশ করা হয় ৷ জাতীয় সংসদ ভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ খান, মোঃ শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশগ্রহণ করেন। বৈঠকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ এর ওপর আলোচনা করা হয়। এসময় বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা, অধিকতর বিচার বিশ্লেষন ও মতামত গ্রহণের জন্য দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়। কমিটির পরবর্তী বৈঠক আগামী ২৮ জুন বিকেল ৩.৩০ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×