ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ১৭:১৬, ২৪ জুন ২০২০

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুস ছাত্তার, বয়স ৫৮ বছর। তিনি উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যক্তি বেশ কিছুদিন যাবত জ্বর, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন । বুধবার দুপুরে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে রাস্তায় তার মৃত্যু। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান,মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহত ব্যক্তির দাফনে বিশ্বা স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসরণ করা হবে। এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন । আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন । আক্রান্ত ৪৯ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
×