ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারি যানবাহন চলাচলের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ

প্রকাশিত: ১৫:১৯, ২৪ জুন ২০২০

ভারি যানবাহন চলাচলের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের রাজবাটী কাঁটাপাড়া আবাসিক এলাকায় ভারি যানবাহন চলাচলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারন মানুষ। আজ বুধবার সকালে ৪ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে সব ধরনের ভারি যানবাহন আটকে রেখে প্রতিবাদ জানায় এলাকাবাসী। এলাকার বিশ্বজিৎ রায়, চন্দন দাস, পশি রহমান জানান, শহরের রাজবাড়ী কাঁটাপাড়ার ভূইপাড়া আবাসিক এলাকায় ২টি ইটের ভাটা ও ৪টি আটো রাইস মিল থাকার কারণে প্রতিদিন শতশত ট্রাক-ট্রাক্টরসহ ভারি যানবাহন নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করছে। এরফলে রাস্তাঘাটগুলো ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙ্গা রাস্তার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘঠছে। এ ব্যাপারে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও, কোন প্রতিকার তারা পায়নি। যার কারনে বুধবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। তারা জানায়, প্রশাসন এ ব্যাপারে জরুরীভাবে পদক্ষেপ গ্রহণ না করলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
×