ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামেক হাসপাতালের ল্যাব লকডাউন

প্রকাশিত: ১৫:১৯, ২৪ জুন ২০২০

রামেক হাসপাতালের ল্যাব লকডাউন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি ল্যাব (পরীক্ষাগার) লকডাউন করা হয়েছে। বিভাগের দুজন সহকারী নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ হওয়ায় মঙ্গলবার রাতে ল্যাবটি লকডাউন করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মঙ্গলবার প্যাথলজি বিভাগের ওই ল্যাবের এক করোনা সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন আরেক সহকারীর করোনা শনাক্ত হয়। তাই রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ল্যাবটিতে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকবে। তবে হাসপাতালের বহির্বিভাগে করোনা পরীক্ষার ল্যাবটি চালু থাকবে। সেখানে যথারীতি প্রতিদিন নমুনা পরীক্ষা চলবে। এর আগে গত সোমবার রামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করা দুই চিকিৎসক ও চার নার্সের করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে ওই ওয়ার্ডটিও লকডাউন ঘোষণা করা হয়।
×