ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে চারা গাছ কেটে সন্ত্রাসীদের উল্লাস

প্রকাশিত: ১২:৪৭, ২৪ জুন ২০২০

কক্সবাজারে চারা গাছ কেটে সন্ত্রাসীদের উল্লাস

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু গর্জনিয়ায় জমি দখলে নিতে চারাগাছ কেটে ফেলে উল্লাস করে বাড়ী ফিরছে সন্ত্রাসীরা। গর্জনিয়ার জুমছড়ি মইন্নাকাটায় সাংবাদিক নেজাম উদ্দিনের বিভিন্ন জাতের রোপণকৃত তিন হাজার চারা কেটে ফেলেছে মাদক কারবারি ও সন্ত্রাসীরা। স্থানীয় আবু হান্নান ও তার সন্ত্রাসী বাহিনী এ ঘটনার নেতৃত্ব দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রামু গর্জনিয়ায় আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, হাজী মো: হোনেনের নামে সৃজিত খতিয়ানে মেঝ কন্যা গোল চেহেরা খানমের প্রাপ্ত জমিতে তার পুত্র সাংবাদিক নেজাম উদ্দিন সবুজ বনায়ন কল্পে বিভিন্ন জাতের প্রায় ৩ হাজার চারা রোপণ করে। বুধবার সকালে দেশীয় অস্ত্র হাতে আবু হান্নান সন্ত্রীদের নিয়ে চারাগাছগুলো কেটে ফেলেছে বলে জানা গেছে। সাংবাদিক নেজাম জানান, আমি মায়ের পৈতৃক সম্পত্তিতে একাশি গাছসহ বিভিন্ন জাতের তিন হাজারটি চারা রোপণ করি। কিন্তু মাদক ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান সন্ত্রাসী কায়দায় ওই চারাগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। হান্নানের সহোদর ইয়াবা কারবারি আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা ইতোপূর্বে ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে এলাকার ত্রাস হিসেবে সবাইকে জিম্মি করে রেখেছিল। হান্নানও একই কায়দায় নিরীহ লোকজনকে জিন্মি করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর গর্জনিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×