ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ হাজার মাস্ক বিতরণ

প্রকাশিত: ০১:২৯, ২৪ জুন ২০২০

৩০ হাজার মাস্ক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ জুন \ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ৩০ হাজার মাস্ক বিতরণ করেছেন সংসদ-সদস্য শেখ হেলালউদ্দিন। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এসব মাস্ক পৌঁছে দেন। এম বদরুল আলম বদর জানিয়েছেন, জীবিকার তাগিদে বা পেশাগত কারণে ঘরের বাইরে বের হতে হয় এমন রিক্সাওয়ালা, দিনমজুর, বাস-শ্রমিক, ড্রাইভার, পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মচারী ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হবে। ভুয়া ডিআইজি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জুন \ গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পশ্চিম চৌরাস্তা মোড় এলাকা থেকে সোমবার রাতে পুলিশের ভুয়া ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে মাসুদ সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। মাসুদ সরকার ওই উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া এলাকার মজিদ সরকারের ছেলে। জানা গেছে, মাসুদ সরকার কখনও পুলিশের ডিআইজি, কখনও সেনা বাহিনীর কর্মকর্তা, আবার কখনও নারী নেত্রী পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
×