ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০১:০৩, ২৪ জুন ২০২০

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার \ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক। তবে উভয় শেয়ারবাজারেই ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির লেনদেন বেশি হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেন বাড়লেও গত কয়েক দিনের মতো এদিনও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তবে ডিএসইতে যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকে বেশি। তারপরও প্রধান সূচক কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনটিতে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি ৪৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপ, ওয়াটা কেমিক্যাল, এক্সিম ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফার্মা এইড। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : তসরিফা ইন্ডাস্ট্রিজ, এমটিবি, পাওয়ার গ্রীড, দেশ গার্মেন্টস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, পূবালী ব্যাংক, এসিআই ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এমবি ফার্মা, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সোনালি আঁশ, বিডি ওয়েল্ডিং, ফার্মা এইড, শ্যামপুর সুগার, এনটিসি, রেকিট বেনকিজার ও ওয়াতা কেমিক্যাল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১০৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।
×