ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য ভেট্টরির

প্রকাশিত: ০০:৫৬, ২৪ জুন ২০২০

বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য ভেট্টরির

স্পোর্টস রিপোর্টার \ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নেই খেলা। তাই তিনি এখন নিজ দেশ নিউজিল্যান্ডেই আছেন। তবে করোনার প্রভাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসচ্ছল কর্মী আছেন, তাদের কথা ঠিকই মনে রেখেছেন ভেট্টরি। নিজের দুইদিনের বেতন দিয়ে দিলেন তিনি। অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ান। করোনা মহামারীতে অসচ্ছল কর্মীদের জন?্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভেট্টরি। ভেট্টরি নিজ ইচ্ছাতেই বিসিবির কর্মীদের পাশে থাকতে চেয়েছেন। এজন?্য বিসিবির পরিচালনা বিভাগের ম?্যানেজার সাব্বির খানের সঙ্গে যোগাযোগও করেন তিনি। এবার বিসিবির পরিচালনা বিভাগ থেকে জানা গেল, বিসিবির অসচ্ছল কর্মীদের জন?্য দুইদিনের বেতন অনুদান করেছেন ভেট্টরি। বাংলাদেশ ক্রিকেটে দৈনিক চুক্তিতে কাজ করছেন তিনি। ২০২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি আছে। ১০০ দিন কাজ করবেন ভেট্টরি। দৈনিক ২৫০০ ডলারে তিনি চুক্তিবদ্ধ। জানা গেছে, পাঁচ হাজার ডলার অনুদান করেছেন তিনি। বাংলাদেশী টাকায় যা ৪ লাখ টাকার মতো দাঁড়ায়। সাবেক নিউজিল?্যান্ড অধিনায়কের অনুদান এরই মধ্যে বিসিবির ১৩৫ অসচ্ছল কর্মীদের পেছনে ব?্যয় করা হয়ে গেছে। এছাড়া খেলোয়াড়দের তহবিল থেকেও পাওয়া অর্থ থেকে ৯ লাখ টাকা বিসিবির কর্মীদের দেয়া হয়েছে। সব মিলিয়ে সারাদেশের ৪০০ বিসিবির স্থায়ী ও অস্থায়ী কর্মী আর্থিক সহায়তা পেয়েছেন। এছাড়া বিসিবি করোনা মোকাবেলায় সারাদেশে দুস্থ ও অসহায় মানুষের জন?
×