ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে কিট পৌঁছেছে, ফের করোনা পরীক্ষা শুরু

প্রকাশিত: ০০:৪৭, ২৪ জুন ২০২০

না’গঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে কিট পৌঁছেছে, ফের করোনা পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের খানপুরে তিনশ’ শয্যাবিশিষ্ট হাসাপাতালের পিসিআর ল্যাবে কিট সঙ্কটের কারণে ছয়দিন নমুনা পরীক্ষা বন্ধ থাকে। অবশেষে করোনার নমুনা পরীক্ষার কিট হাসপাতালে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত পৌঁনে ৮টায় বিষয়টি নিশ্চিত করে তিনশ’ শয্যা হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ গৌতম রায় বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে খানপুর তিনশ’ শয্যা হাসপাতালের জন্য ১ হাজার ৯২০টি কিট সরবরাহ করা হয়েছে। তিনি জানান, তিনশ’ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে প্রতিদিন তিন শিফটে ২৮২টি নমুনা পরীক্ষা করা হবে। সে হিসেবে স্বাস্থ্য অধিদফতর থেকে যে ১ হাজার ৯২০টি কিট সরবরাহ করা হয়েছে তা দিয়ে আগামী এক সপ্তাহ চলবে। মঙ্গলবারও এ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সদর উপজেলা, বন্দরসহ আশপাশের মানুষ খানপুর তিনশ’ শয্যা হাসাপাতালের পিসিআর ল্যাবের ওপর নির্ভরশীল। কিন্তু গত ছয়দিন কিট সঙ্কটের কারণে করোনা পরীক্ষা বন্ধ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রেখেছিল। যে কারণে শত শত রোগী হাসপাতালে এসে পরীক্ষার জন্য নমুনা দিতে না পেয়ে বাড়ি ফিরে গেছে। তিনশ’ শয্যা হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার গৌতম রায় জানান, খানপুর হাসপাতালের আইসিও ইউনিট স্থাপনের জন্য ১০টি আইসিও বেডসহ বেশ কিছু লজিস্টিক সার্পোট হাসপাতালে এসে পৌঁছেছে। সাকসেশন মেশিন, এডিজি মেশিন, পোর্টেবল এক্স-রে মেশিনসহ অন্যান্য লজিস্টক সাপোর্ট স্বাস্থ্য অধিদফতর থেকে এখনও এসে পৌঁছেনি। তিনি বলেন, এসব লজিস্টিক সাপোর্ট এসে পৌঁছলে আগামী এক সপ্তাহের মধ্যে আইসিও ওয়ার্ডেও আমরা রোগী ভর্তি করাতে সক্ষম হব বলে আশা করি।
×