ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারী ওষুধ বিক্রি করায় সিনিয়র নার্স বরখাস্ত

প্রকাশিত: ২২:৫৩, ২৪ জুন ২০২০

সরকারী ওষুধ বিক্রি করায় সিনিয়র নার্স বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে গ্রেফতারকৃত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের সিনিয়র নার্স তপন কুমার বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম জানান, মঙ্গলবার এ আদেশ হয়েছে। সে এনএসআইয়ের হাতে কিছু ওষুধসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ডাঃ আবুল কালাম জানান, সরকারী চাকরির নিয়ম অনুযায়ী আমরা তাকে বরখাস্ত করেছি। তপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক জানান, প্রতিবেদন আমরা দুয়েক দিনের মধ্যে নার্সিং সার্ভিসের ডিজির কাছে পাঠিয়ে দেব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
×