ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পানির বাড়তি দাম বহাল চেয়ে ওয়াসার আবেদন শুনানি ৩০ জুন

প্রকাশিত: ২২:৫১, ২৪ জুন ২০২০

পানির বাড়তি দাম বহাল চেয়ে ওয়াসার আবেদন শুনানি ৩০ জুন

স্টাফ রিপোর্টার ॥ পানির বাড়তি দাম আদায়ে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে ওয়াসার আবেদনে কোন আদেশ না দিয়ে ৩০ জুন ফের শুনানির জন্য রেখেছে আপীল বিভাগের চেম্বার আদালত। অন্যদিকে অর্থপাচার মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। এই মামলায় চার্জশীট কবে হবে তা ওই দিন জানাতে বলা হয়েছে। ৩০ জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান এই আদেশ দেন। পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ জুন দিন রেখেছে আপীল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার আপীল বিভাগের ভাচুয়াল চেম্বার আদালতের বিচারপতি মোঃ নূরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট মাহবুবে আলম। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। পরে অনীক আর হক বলেন, আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ জুন দিন রেখেছেন। মাহবুবে আলম বলেন, আজকেও শুনানি হয়েছে। আবার ৩০ জুনও শুনানি হবে।
×