ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নান্দাইলের গ্রাম থেকে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

প্রকাশিত: ২১:০৮, ২৩ জুন ২০২০

নান্দাইলের গ্রাম থেকে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ খাবারের খোঁজে দলছুট হয়ে এসেছে একটি হনুমান। অনেকেই বলছেন এটা খুবই বিরল প্রজাতির। সচরাচর এ ধরনের হনুমানের দেখা মেলে না। গত একমাস ধরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়েছে। বাহাদুরপুর গ্রামের কয়েকজন যুবক মিলে হনুমানটিকে আটক করলে আজ মঙ্গলবার বিকালে বন কর্মকর্তা উদ্ধার করে এটাকে টাংগাইলের বনে ছেড়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ঘুরাঘরি করে আম খেয়ে নষ্ট করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেকেই ইটপাটকেল নিক্ষেপ করতো। এতে রাগান্বিত থাকতো হনুমানটি। ক্ষিপ্ত হয়ে এদিক-সেদিক দৌড়াদৌড়ি করায় এলাকার লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। এ অবস্থায় স্থানীয় কয়েকজন যুবক মিলে কৌশলে আটকিয়ে শিকল দিয়ে মধু সরকারের বাড়িতে বেঁধে রাখে। হনুমান আটকের খবর পেয়ে আশ পাশের কয়েক গ্রামের মানুষ দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। মঙ্গলবার মধু সরকার বাড়িতে গিয়ে দেখা যায় রেন্ট্রি গাছের সাথে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে হনুমানটিকে। এ বিষয়ে নান্দাইল উপজেলার বন কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, স্থানীয় লোকজন আটক করলে আমরা হনুমানটিকে উদ্ধার করে টাংগাইলের মধুপুর বনে ছাড়ার ব্যবস্থা করেছি। ধারণা করা হচ্ছে টাংগাইলের বন থেকে রাতে কলার ট্রাকের সাথে এসে পড়েছে।
×