ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় করোনায় মহিলা পুলিশসহ নতুন করে ৫ জন আক্রান্ত

প্রকাশিত: ১৫:৫২, ২৩ জুন ২০২০

গাইবান্ধায় করোনায় মহিলা পুলিশসহ নতুন করে ৫ জন আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে পুলিশের মহিলা ইন্সপেক্টর শাকিলা পারভীনসহ নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে আজ মঙ্গলবার সকাল ১০টার রিপোর্টে জানা গেছে। এরমধ্যে করোনায় আক্রান্ত শাকিলা পারভীনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা উক্ত পুলিশ কর্মকর্তার ব্যবসায়ী স্বামী গত ১৯ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে সোমবার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ছিল ২১১ জন। গত ২৪ ঘন্টায় আরও ৫ জন বেড়ে জেলায় এখন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩১ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২১৬ জন। এরমধ্যে ৬ জন মারা গেছে। ১৬৮ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ৪২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।
×