ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে নৌ-ফাঁড়ির ইনচার্জের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:১১, ২৩ জুন ২০২০

বাউফলে নৌ-ফাঁড়ির ইনচার্জের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের কালাইয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ (৩৬) করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে আরটিপিসিআর টেস্টে তার রিপোর্ট পজিটিভ এসেছে। বাউফল উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় কোনায় আক্রান্তের সখ্যা ৩৯ জন। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,' ওই নৌ-ফাঁড়ির ইনচার্জকে আইসোলেশনে এবং অন্যান্য পুলিশ সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। এ ছাড়াও ফাঁড়ির কাজকর্ম সীমিত পরিসরে করার জন্য বলেছি।' এদিকে করোনা সন্দেহ ভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও রিপোর্ট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিন বাউফল হাসপাতালে ২৫-৩০ জন নমুনা প্রদানের আসলেও সর্বোচ্চ ৮ থেকে ১০টির বেশি নমুনা সংগ্রহ করা হয়না। অভিযোগ রয়েছে, নমুনা দেয়ার পরে যথা সময়ে রিপোর্ট পাওয়া যাচ্ছেনা। রিপোর্ট প্রদানে ৮-১০ দিন বিলম্ব করা হয়। পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গির আলম বলেন,‘সারা দেশেই একই সমস্যা। নমুনা পরীক্ষার হার বেশি হওয়ায় রিপোর্ট পেতে একটু বিলম্ব হচ্ছে। তার কর্যালয় থেকে নমুনা পাঠাতে কালক্ষেপন করা হয়, এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘ আরটিপিসিআরের ক্যাপাসিটি হিসাব করে নমুনা পাঠাতে হয়। অতিরিক্ত নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াজাত করে সিরিয়াল অনুযায়ি পরের দিন পাঠানো হয়।’
×