ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১২:১২, ২৩ জুন ২০২০

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে অনাথ বন্ধু শীল (৬৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পৌরসভার ৩নং ওয়ার্ডে সোমবার রাতে এই পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনাঘটে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকালে তার লাশ দাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। হাতিয়াতে প্রথম থেকে এ পর্যন্ত ৩ শত ৩৩জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ শত ৯জনের ফলাফল পাওয়া যায়। যাদের মধ্যে ১২জনের দেহে করোনা শনাক্ত হয়। আবার এদের মধ্যে ৭জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।
×