ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবলারদের জন্য করোনা বীমার পরিকল্পনা বাফুফের

প্রকাশিত: ০০:৫৯, ২৩ জুন ২০২০

ফুটবলারদের জন্য করোনা বীমার পরিকল্পনা বাফুফের

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলারদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বীমা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণ বীমার পাশাপাশি আপদকালীন অর্থাৎ করোনা বীমা চালুর পরিকল্পনাতেও অনেক দূর এগিয়েছে তারা। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাসহ মোট তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন নীতি নির্ধারকরা। আর তাই জাতীয় দল এবং নারী দলের জন্য করোনা বীমা চালুর কাজ হাতে নিয়েছে ফেডারেশন। বাফুফে জানিয়েছে- ফুটবলারদের বীমার আওতায় আনার কাজটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে করোনার কারণে কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। মূলত এখান থেকেই ফুটবলারদের জন্য করোনা বীমা চালুর পরিকল্পনা করে ফেডারেশন। এ জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। চলতি মাসেই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে এগুচ্ছে কার্যক্রম।
×