ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্প শুরুর অনুরোধ তপু-বিশ্বনাথের

প্রকাশিত: ০০:৫২, ২৩ জুন ২০২০

ক্যাম্প শুরুর অনুরোধ তপু-বিশ্বনাথের

রুমেল খান ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী আগস্টে জাতীয় দলের জন্য আবাসিক শিবির করবে। প্রাথমিকভাবে আগস্টের প্রথম সপ্তাহে ৪৪ খেলোয়াড় এবং কোচিং কর্মীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে, যারা ১০ থেকে ১৫ দিনের জন্য পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে এবং শিবিরটি শুরুর আগে সবাই কোভিড-১৯ টেস্ট করবে। এর পরে প্রায় ৩০ থেকে ৩৫ খেলোয়াড় চূড়ান্ত শিবিরের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন যা আগস্টের মাঝামাঝি সময় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের বাকি আছে আরও ৮ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে বেশি তিনটি হোম ম্যাচ বাংলাদেশের। আফগানিস্তান, ভারত ও ওমানের বাংলাদেশে এসে খেলার কথা। বাংলাদেশের এ্যাওয়ে ম্যাচ কাতারের বিরুদ্ধে। ভারতের আছে দুটি হোম ম্যাচ কাতার ও আফগানিস্তানের বিপক্ষে। ৮ ম্যাচের ৫টিই বাংলাদেশ-ভারতে। ৫ দেশের মধ্যে দুটি দেশেই করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। তাই এ জন্য এএফসি কাপের বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিরপেক্ষ একটি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সম্ভবত মালয়েশিয়ায় হবে এএফসি কাপের বাকি ম্যাচগুলো। এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) বিষয়টি নিয়ে ভাবছে বলে জানা গেছে। কারণ নতুন ফিক্সার অনুসারে ৮ অক্টোবর শুরু হবে খেলা। এ সময়ের মধ্যে বাছাইয়ে থাকা এশিয়ার দেশগুলোর করোনাভাইরাস পরিস্থিতি কেমন থাকবে, সেটা অনুমান করা মুশকিল। বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের ৪টি খেলা বাকি আছে, যেগুলো অনুষ্ঠিত অক্টোবর ও নবেম্বরে অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমাদের ইতিবাচক হতে হবে। আমরা সেই ম্যাচগুলো থেকে কিছু পয়েন্ট সংগ্রহের অপেক্ষায় রয়েছি। তবে সবার আগে আমাদের খেলোয়াড়দের ফিরে পেতে এবং প্রস্তুতি শিবিরের সময় তাদের ফিট করে তুলতে হবে।’ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ ব্যবধানে হারে। এরপর কাতারের বিপক্ষে ০-২ গোলে হারে। তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে ওমানের কাছে ১-৪ গোলে হারে। পাঁচ দলের গ্রুপে (‘ই’) এখন কাতার আছে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং বাংলাদেশ চার ম্যাচের এক পয়েন্ট তলানিতে অবস্থান করছে। অন্যদের মধ্যে ওমান ১২, আফগানিস্তান ৪ এবং ভারত ৩ পয়েন্ট অর্জন করেছে। গত দুই বছরে জেমির অধীনে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলেছে ১৯টি। এর মধ্যে ৮ ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৯টিতে হেরেছে, ড্র করেছে দুটিতে। জয়ের হার ৪২.১১%। সোমবার এক ভিডিওবার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘এএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচের ফিক্সার তৈরি এবং অক্টোবর-নবেম্বর মাসে মাঠে খেলা গড়াবে।’ তাই দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘ভাল ফলের জন্য ভাল ট্রেনিং, ভাল সুযোগ-সুবিধা, দলবদ্ধ অনুশীলন, দক্ষতা ও কৌশল নিয়ে কাজ করার মতো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।’ বাফুফের উদ্দেশে তপু আরও বলেন, ‘দর্শকদের ভাল খেলা উপহার দিতে খেলোয়াড়রা মুখিয়ে আছে, তাই যথাসম্ভব দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু করার আহ্বান জানাই।’ জাতীয় দলের আরেক ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ অপর এক ভিডিওবার্তায় বলেন, ‘আসছে এএএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচের তিনটি-ই হতে যাচ্ছে এদেশের মাটিতে। তাই সুযোগ আছে নিজের দেশের খেলা মাঠে বসে উপভোগ করার এবং জোর সমর্থন দেয়ার।’ দলের খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে সবাইকে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানান তিনি। তিনি বাফুফের প্রতি যথাসম্ভব দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু করার মাধ্যমে খেলোয়াড়দের প্র্যাক্টিসে ফেরার এবং ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ করে দেয়ার জোর তাগিদ জানান। তিনি অনুরোধ করে বলেন, ‘বাফুফের দৃঢ় নেতৃত্বের ফসল হিসেবে পেয়ে আসা সব সুবিধাসমূহ যেন অটুট থাকে।’
×