ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ॥ খুলনা বড়বাজার বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০০:৪৩, ২৩ জুন ২০২০

করোনা ॥ খুলনা বড়বাজার বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় আগামী ২৬ জুন পর্যন্ত খুলনার প্রাচীন ঐতিহ্যবাহী বড়বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও খুলনা ধান-চাল-বণিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে বড়বাজারের চালের বাজারসহ বিভিন্ন প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বাজারের ওয়েস্ট মেকট রেডের ফুটপাথের ও মসলাপট্টির বেশ কিছু দোকান খোলা রাখা হয়। মসলাপট্টির এক ব্যবসায়ী জানান, তারাও আজ মঙ্গলবার থেকে দোকান বন্ধ রাখবেন। খুলনা বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতির একাধিক নেতা বলেন, সমগ্র বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। খুলনায়ও প্রতিদিন বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা বড়বাজার সমিতির অন্তর্ভুক্ত কিছু ব্যবসায়ীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছেন এবং কিছু ব্যবসায়ী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ফলে এই বাজারে করোনাভাইরাসের ভয়াবহতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাই সকলের সুস্থ থাকার জন্য ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির এক নেতা বলেন, করোনার হাত থেকে নিজেদের মুক্ত থাকা এখন জরুরী। বাজার বন্ধ রাখার এই সময়সীমার মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময় আরও বাড়ানো হতে পারে।
×