ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ের রথযাত্রা স্থগিত

প্রকাশিত: ০০:৪১, ২৩ জুন ২০২০

ধামরাইয়ের রথযাত্রা স্থগিত

সংবাদদাতা, সাভার, ২২ জুন ॥ উপ-মহাদেশখ্যাত ও দেশের বৃহৎ অন্যতম ঐতিহ্যবাহী ধামরাইয়ের যশোমাধব রথযাত্রা উৎসব এ বছর স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে রথযাত্রা উৎসবসহ রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উদ্যাপন কমিটি। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ভেতরে শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে। বাংলা ১০৭৯ সালে মূর্তিটি বর্তমান স্থানে স্থাপিত হয় বলে জানা যায়। চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধামরাইয়ে লোক উৎসবের এই সুপ্রাচীন রথযাত্রা উৎসব ১৯৭১ সালে প্রথম এবং এ বছর দ্বিতীয়বার বন্ধ করা হলো। রথযাত্রা উদ্যাপন কমিটির প্রচার সম্পাদক দীপক চন্দ্র পাল জানান, করোনাভাইরাস হানা দেয়ায় জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এবারের রথযাত্রা উৎসব ও রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×