ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমের করোনা ওয়ার্ডে আকস্মিক আগুন ॥ আতঙ্ক

প্রকাশিত: ০০:৩৮, ২৩ জুন ২০২০

শেবাচিমের করোনা ওয়ার্ডে আকস্মিক আগুন ॥ আতঙ্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার রাতে আকস্মিক বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ডটিতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে করোনা ওয়ার্ডটি দীর্ঘ একঘণ্টার মতো বিদ্যুতবিহীন অবস্থায় ছিল। হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ বাকির হোসেন রাত সাড়ে নয়টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন জানান, রাত আটটার দিকে হঠাৎ করেই হাসপাতালের মূল ভবনের পূর্ব পাশে করোনা ওয়ার্ডের ভেতর থেকে বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আর্তচিৎকার এবং হুড়োহুড়ি শুরু হয়। অনেক করোনা আক্রান্ত রোগী এবং কর্মরত স্টাফরা করোনা ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বরিশাল ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, সিঁড়ির নিচে বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে পানির ব্যবহার করতে হয়নি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের পরিচালক বলেন, করোনা ওয়ার্ডে আগুনের কোন ঘটনা ঘটেনি। একটি ফিউজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে রোগীদের মধ্যে একটু আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগেনি। তার পরেও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিচালক আরও বলেন, জেনারেটর দিয়ে করোনা ওয়ার্ডটিতে বিদ্যুত সরবরাহ করা হয়। তারমধ্যে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য বারবারই গরম পানির প্রয়োজন হয়। এ কারণে তারা প্রয়োজনে বৈদ্যুতিক হিটার ব্যবহার করে থাকেন। এ বিষয়ে পূর্বে থেকেই রোগীদের নিষেধ করা সত্ত্বেও তারা হিটার ব্যবহার করায় ফিউজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
×