ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের রিপোর্ট জমার শর্ত শিথিল

প্রকাশিত: ০০:৩৬, ২৩ জুন ২০২০

কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের রিপোর্ট জমার শর্ত শিথিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের প্রায় সব ধরনের রিপোর্ট জমা দেয়ার শর্ত শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার এই সংক্রান্ত আদেশ জারি করেছে সংস্থাটি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচিত আদেশ অনুসারে, এখন থেকে আর কিছু রিপোর্ট বিএসইসিতে জমা দিতে হবে না। এগুলো দুই স্টক এক্সচেঞ্জে জমা দিলেই চলবে। স্টক এক্সচেঞ্জ এসব রিপোর্টের সংক্ষিপ্তসার বিএসইসির কাছে পাঠাবে। উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালার ৩৫ ধারার ২ উপ-ধারা অনুসারে, প্রত্যেক ইংরেজী মাসের ৭ তারিখের মধ্যে প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে ওই কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি পরিমাণ শেয়ারধারীদের তালিকার হার্ড কপি দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়। এই তালিকার জন্য ব্যবহৃত নির্দিষ্ট ছকে উদ্যোক্তাদের, পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারীদের ধারণ করা শেয়ারেরও তথ্য থাকে। একইভাবে প্রত্যেক এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে তাদের পরিচালিত প্রতিটি ফান্ডের তথ্য জমা দিতে হয়। এতদিন দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বিএসইসিতেও এই রিপোর্ট জমা দিতে হতো। সোমবারের আদেশের ফলে এখন থেকে আর বিএসইসিতে এই কপি জমা দিতে হবে না। স্টক এক্সচেঞ্জ এসব রিপোর্টের সংক্ষিপ্তসার বিএসইসির কাছে পাঠাবে। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এই রিপোর্ট বিএসইসিতে পাঠাতে হবে। দুই স্টক এক্সচেঞ্জ এ সংক্রান্ত কম্পলায়েন্সের বিষয়টি মনিটর করবে। অন্যদিকে ‘ডিজিটাল বাংলাদেশ’ এর দর্শন থেকে দুই স্টক এক্সচেঞ্জকে অনলাইনে তথ্য সংগ্রহ, তথ্য জমা দেয়া ও তথ্য প্রকাশের (প্রযোজ্য ক্ষেত্রে) জন্য অবিলম্বে একটি অনলাইন প্ল্যাটফরম গড়ে তুলতে বলা হয়েছে এই আদেশে। এই প্ল্যাটফরমে নতুন তালিকাভুক্তি ও বিদ্যমান তালিকাভুক্ত চালিয়ে যাওয়ার আবেদন, লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত তথ্য, আর্থিক প্রতিবেদন, মূল্য সংবেদনশীল তথ্য ইত্যাদি তথ্য জমা দেয়ার সুযোগ রাখতে হবে। দুই স্টক এক্সচেঞ্জকে এই প্ল্যাটফরমে জমাকৃত প্রত্যেক রিপোর্টের সফট কপি ও হার্ড কপি সংরক্ষণ করতে হবে। সংরক্ষিত প্রতিবেদন বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুসারে সঠিকভাবে প্রত্যায়িত হতে হবে। দুই স্টক এক্সচেঞ্জকে দায়িত্ব দেয়া হয়েছে এই আদেশের বিষয়বস্তু সম্পর্কে তালিকাভুক্ত কোম্পানি, বন্ড ইস্যুয়ার ও এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অবহিত করার। পাশাপাশি এই বিষয়ে একটি রিপোর্ট এবং ডিজিটাল সাবমিশন ও ডিসসেমিনেশন সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফরম চালুর বিষয়ে রিপোর্ট দেয়ার জন্য ১৫ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে।
×