ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৮ দিনে রেমিটেন্স এসেছে ১২১ কোটি ডলার

প্রকাশিত: ০০:৩১, ২৩ জুন ২০২০

১৮ দিনে রেমিটেন্স এসেছে ১২১ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস মহামারীতে আমদানি ও রফতানি তলানিতে নেমে এলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ছেই। চলতি জুন মাসের ১৮ দিনেই ১২১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কখনই এত কম সময়ে এত বেশি রেমিটেন্স আসেনি। এদিনে রেমিটেন্সের গতি ধরে রাখতে গত অর্থ বছরে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। সেই কারণে রেমিটেন্স বাড়ছে বলে এতদিন সংশ্লিষ্টরা বলে আসছিলেন। তবে মহামারীকালে ঈদ পেরিয়েও রেমিটেন্সের গতি দেখে হুন্ডি বন্ধ থাকাকেও এর কারণ মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরে গত ১১ জুন রেমিটেন্স এক হাজার ৭০৬ কোটি ৪০ লাখ (১৭.০৬ বিলিয়ন) ডলারে উঠে। এক সপ্তাহের ব্যবধানে ৫১ কোটি ৬৪ লাখ ডলার বেড়ে গত বৃহস্পতিবার (১৮ জুন) সেই রেমিটেন্স এক হাজার ৭৫৮ কোটি ৪ লাখ (১৭.৫৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। ৩০ জুন ২০১৯-২০ অর্থবছর শেষে রেমিটেন্সের পরিমাণ ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ১৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। এদিকে রেমিটেন্সের ওপর ভর করেই বাংলাদেশের বিদেশী মুদ্রার সঞ্চয়নও সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
×